মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪

ঈদের পর পাইকগাছায় আসছেন অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান ও শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

 নিউজ অফ পাইকগাছা ॥
>> মৌখালী ইউনাইটেড একাডেমীর পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কে,জি,এইচ,এফ মৌখালী ইউনাইটেড একাডেমীর প্রাক্ত ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানী ঈদের তৃতীয় দিন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠান উপলক্ষ্যে ‘বন্ধন’ নামে একটি বিশেষ স্মরণিকাও প্রকাশিত হবে। ইতোমধ্যে স্মরণিকার বেশ কিছু কাজ সম্পন্ন এবং উদ্বোধনী অনুষ্ঠানের গান (থিম সং) প্রদর্শন ও ভিডিও করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ, খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফায়েকুজ্জামান, স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সাউথ বাংলা এগ্রি কালচার কমার্স ব্যাংকের ম্যানেজিং ডারেক্টর আমজাদ হুসাইন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক আক্তারুজ্জামান সুজা ও যুগ্ম আহবায়ক মারুফ বিল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন