শনিবার, ৩ জুন, ২০১৭

পাইকগাছা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি-সেক্রেটারী, নবনির্বাচিত নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক øেহেন্দু বিকাশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রমথ রঞ্জন সানা, সদস্য মোঃ রবিউল ইসলাম, নজরুল ইসলাম, খায়রুল ইসলাম, সাবেক সহ-সভাপতি বি সরকার, এসএম বাবুল আকতার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, আব্দুল মজিদ, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ রায় ও আবুল হাশেম। সভায় প্রেসক্লাবের নিজিস্ব অর্থায়নে ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন