সোমবার, ১০ জুলাই, ২০১৭

পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, আবু জাফর সিদ্দিকী রাজু, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, এন ইসলাম সাগর, প্রকাশ ঘোষ বিধান, আলাউদ্দীন রাজা, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, বাস মালিক সমিতির প্রতিনিধি আজিজুর রহমান ও ইউপি সদস্য কল্যাণী মন্ডল। সভায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলার আয়োজন বন্ধ, মাহমুদকাটীস্থ অবৈধ ইটের ভাটার কার্যক্রম বন্ধ, নদী দখল মুক্ত, অবৈধ নেট-পাটা অপসারণ, পৌর এলাকায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন, বাস টার্মিনাল নির্মাণ, সড়কের উপর যত্রতত্র বাস রাখা বন্ধ, যথাযথভাবে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন