সোমবার, ১ আগস্ট, ২০১৬

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

ক্যাম্পাস প্রতিনিধি ॥
জাতীয় বিশ্ববিদ্যালয় পরিববার আয়োজিত কর্মসূচীর আলোকে একযোগে পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই” স্লোগানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পাইকগাছা কলেজ চত্ত্বরে অধ্যক্ষ মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুর রাজ্জাকের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। উপজেলা পরিষদের সামনে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় ফসিয়ার রহমান মহিলা মহা-বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগ নেতা আকতারুজ্জামান সুজা। কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও হরিঢালী কপিলমুনি মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে ও প্রভাষক জীবেশ রায়ের পরিচালনায় পৃথক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অপরদিকে জঙ্গীবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে এ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলো। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বাালিকা বিদ্যালয়, লস্কর কড়–লিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠান একযোগে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধ কর্মসূচী পালন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন