রবিবার, ৬ আগস্ট, ২০১৭

পাইকগাছায় গ্রাম্য ডাক্তার ও ঔষধ বিক্রেতাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
অসংক্রামক রোগ প্রতিরোধ সচেতনা বিষয়ে গ্রাম্য ডাক্তার ও ঔষধ বিক্রেতাদের দ্বিতীয় ব্যাচের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এবং উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকার উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল ও ডাঃ সঞ্জয় মন্ডল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাশিয়ার নার্গিস বানু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন