ডেস্ক।। ২৪ জানুয়ারি ২০১৭ মারুফ-শাকেরীন এর ৩য় বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে
সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন মারুফ-শাকেরীন দম্পত্তি।
উল্লেখ্য, মারুফ বিল্লাহ পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী মোল্লা
বাড়ির এমদাদুল হক ও আকলিমা খাতুনের ছেলে। মারুফ পেশায় একজন বিএসসি ইন
সিভিল ইঞ্জিনিয়ার। আসমা-উস-শাকেরীন পাইকগাছা পৌর সদরের সরল গ্রামের আনোয়র
ইকবাল মন্টু ও খাদিজা ইকবালের মেয়ে। শাকেরীন বর্তমানে সিনিয়র কাস্টমার
কেয়ার অফিসার হিসাবে ঢাকার এ্যাপোলো হসপিটালে কর্মরত রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন