মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

পাইকগাছায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে আটক; ১০

পাইকগাছা প্রতিনিধি॥ 
পাইকগাছায় লবণ পানির চিংড়ি ঘের জবর দখলকে কেন্দ্র করে পুলিশ মহিলা সহ ১০ জনকে আটক করেছে। থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের নামে অভিযোগ দায়ের। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। ঘটনাটি মঙ্গলবার সকালে উপজেলার হাঁড়িয়ায়। অভিযোগসূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার হাড়িয়া মৌজায় গোপালপুর গ্রামের মৃত অমরেন্দ্রনাথ ঘোষের পুত্র কৌশিক ঘোষ পৈত্রিক ৭৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে ধান্য ও মৎস্য চাষ করে আসছে। মঙ্গলবার সকালে গদাইপুর গ্রামের মৃত্যু জীতেন্দ্রনাথ ঘোষের পুত্র শ্রীজন ঘোষ ও কন্যা সুচিস্মিতা ঘোষের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল উক্ত মৎস্য লীজ ঘের জবর দখলের জন্য  যায়। কৌশিক বাঁধা প্রদান করলে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দিলে সে আইনের আশ্রয়ে চলে আসে। থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে জবর দখল করা অবস্থায়  শ্রীজন ঘোষ, সুচিস্মিতা ঘোষ, পুরাইকাটী গ্রামের হাবিবুর রহমান সরদার, ঘোষাল গ্রামের আলামিন সহ ১০ জনকে গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এস,আই মোমিনুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দখল করা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন