সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

পাইকগাছায় রোগী মৃত্যুর দুই দিন পর ফারিন হসপিটালের কার্যক্রম বন্ধ

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার ফারিন হসপিটালে রোগী মৃত্যুর দুই দিন পর হসপিটাল পরিদর্শন করে ক্লিনিকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ। সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ এএসএমএ রাজ্জাক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মঈন উদ্দীন মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোঃ আয়ুব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হসপিটাল পরিদর্শন করে ক্লিনিকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেন। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ডাক্তারের অবহেলায় ও অতিরিক্ত রক্তক্ষরণে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মনিপুর গ্রামের কালাম সানার স্ত্রী প্রসুতি রেবেকা বেগমের মৃত্যু হয়। বিষয়টি রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন