পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শুকনা ঘেরে লুটপাট দেখিয়ে মামলা দায়ের। ৩ শ্রমিক জেলহাজতে। জমির মালিকরা নিজ জমি ফিরে পেতে ব্যাকুল। এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা।
জানা যায়, পাইকগাছা উপজেলার নৈলতলা মৌজার চকসুরনল এলাকায় শ্যামনগর গ্রামের টেটি গাজীর ভূমিহীন বিধবা স্ত্রী সবুরা বেগম, একই গ্রামের লিচু বিবি ও সোবহান গাজী এবং বিরাশী গ্রামের মৃত মান্দার গাজীর পুত্র আকবর গাজী ভূমিহীন হিসেবে সরকারী খাস সম্পত্তি বন্দোবস্ত গ্রহণ করে। উক্ত সম্পত্তি একই উপজেলার তকিয়া গ্রামের মৃত মোকছেদ শেখের পুত্র সোহরাব শেখ ডিড বুনিয়াদে ২০০৬ সাল হতে মৎস্য চাষ করে আসছে। তার ডিডের মেয়াদ শেষ হওয়ায় জমির মালিকরা নিজেরাই ধান্য ও মৎস্য চাষ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ঘের মালিক সোহরাব। সে জমির মালিকদের নামে গত ১ জানুয়ারি ১নং মামলা দায়ের করে। ঘেরটিতে লুটপাট ও ক্ষতিসাধনের কথা বলা হলেও লীজ ঘেরটি শুকনা রয়েছে। এদিকে ৩ জানুয়ারি জমির মালিকরা বাঁধ তৈরী করাকালীন সময়ে থানাপুলিশ ৩ শ্রমিককে গ্রেপ্তারপূর্বক জেলহাজতে প্রেরণ করেছে। এ নিয়ে এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন