পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় লীজ ঘেরের বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের। শান্তি শৃংখলা রক্ষার্থে ওসিকে নির্দেশ। জোরপূর্বক ঘের দখলের চেষ্টা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার তেতুলতলা-গংগারকোনা নামক এলাকায় খুলনার দোলখোলা রোডের ইমান গাজীর পুত্র জব্বার গাজী প্রায় ২শ বিঘা জমি মৎস্য চাষ করে আসছে। উক্ত জমিতে পাইকগাছার হরিদাসকাটি গ্রামের মৃত প্রভাষ চন্দ্র মজুমদারের পুত্র নির্মল কান্তি মজুমদার ও কপিলমুনির আদালাউদ্দীন শেখের পুত্র আনারুল ইসলাম ও নগরশ্রীরামপুরের মৃত বারিক শেখের পুত্র আঃ রব শেখ মিঠুর সাথে জব্বার গাজীর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। লীজ ঘেরটি নিয়ে ইতিপূর্বে কয়েকবার দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। সেই সন্দেহ জব্বার গাজী পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নির্মল মজুমদার ও আনারুল শেখ সহ ৩ জনের নামে ১৪৪ ধারা মোতাবেক মামলা দায়ের করে। যার নং এম আর ১৫/১৭। বিজ্ঞ আদালত উক্ত লীজ ঘেরটি আইন শৃংখলা রক্ষার জন্য ওসি, পাইকগাছাকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে নির্মল মজুমদার গংরা ঘের দখলের চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পাইকগাছায় লীজ ঘেরের বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের। শান্তি শৃংখলা রক্ষার্থে ওসিকে নির্দেশ। জোরপূর্বক ঘের দখলের চেষ্টা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার তেতুলতলা-গংগারকোনা নামক এলাকায় খুলনার দোলখোলা রোডের ইমান গাজীর পুত্র জব্বার গাজী প্রায় ২শ বিঘা জমি মৎস্য চাষ করে আসছে। উক্ত জমিতে পাইকগাছার হরিদাসকাটি গ্রামের মৃত প্রভাষ চন্দ্র মজুমদারের পুত্র নির্মল কান্তি মজুমদার ও কপিলমুনির আদালাউদ্দীন শেখের পুত্র আনারুল ইসলাম ও নগরশ্রীরামপুরের মৃত বারিক শেখের পুত্র আঃ রব শেখ মিঠুর সাথে জব্বার গাজীর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। লীজ ঘেরটি নিয়ে ইতিপূর্বে কয়েকবার দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। সেই সন্দেহ জব্বার গাজী পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নির্মল মজুমদার ও আনারুল শেখ সহ ৩ জনের নামে ১৪৪ ধারা মোতাবেক মামলা দায়ের করে। যার নং এম আর ১৫/১৭। বিজ্ঞ আদালত উক্ত লীজ ঘেরটি আইন শৃংখলা রক্ষার জন্য ওসি, পাইকগাছাকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে নির্মল মজুমদার গংরা ঘের দখলের চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন