বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩

পাইকগাছায় অর্থাভাবে উচ্চ শিক্ষা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে

খুলনার পাইকগাছায় অর্থাভাবে উচ্চ শিা গ্রহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মেধাবী শিার্থী আলেয়ার। সে উপজেলার পুরাইকাটি গ্রামের আব্দুল জব্বার শেখের একমাত্র কন্যা। তার হতদরিদ্র পিতা দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন শয্যাশায়ী রয়েছে। মা সখিনা বেগম দিনমজুরের কাজ করে কোনমতে সংসার চালালেও মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়েই মেধাবি শিার্থী আলেয়া আক্তার ২০১৩ সালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েও অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিা গ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে সে ইংরেজী ও আইন বিষয়ে উচ্চ শিা গ্রহনের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা-আলেয়া আক্তার, পিতা- আব্দুল জব্বার শেখ, সাং-পুরাইকাটি, পোঃ গদাইপুর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা। আলেয়া আক্তার, সঞ্চয়ী হিসাব নং-১৯১০৯, ইসলামী ব্যাংক পাইকগাছা শাখা, খুলনা। মোবাইল নং-০১৭১১-৩৯৮৭৬৭।

1 টি মন্তব্য: