ভারতে পাচারকালে পাইকগাছায় ট্রাকভর্তি ইলিশ মাছ জব্দ চালক আটক
খুলনার পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে ভারতে পাচারকালে প্রায় এক টন ইলিশ মাছ জব্দ করেছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দকৃত মাছ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে বিক্রয় করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে পাইকগাছা থেকে ট্রাক ভর্তি ইলিশ মাছ ভারতে পাচারের উদ্দেশ্যে সাতীরা সীমান্তে যাওয়ার সময় উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজার পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সংশ্লিষ্ট রাড়–লী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই আব্দুল হাই অভিযান চালিয়ে ইলিশ মাছসহ ঢাকা মেট্রো-ন-১১-২৭০৪ নং ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকের চালক সাতীরা জেলার গড়ের কান্দা গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোঃ সাঈদুর রহমান (৩০) কে আটক করে। এ ঘটনায় ট্রাক চালককে আসামী করে পাইকগাছা থানায় মামলা করা হয়। যার নং- ৩১। এদিকে জব্দকৃত ৮৮০ কেজি ইলিশ মাছ বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিকের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে কেজি প্রতি ৩১০ টাকা দরে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এস,এম, শফিউল্লাহ, এএসপি (সার্কেল), দাকোপ প্রশান্ত কুমার দে ও ওসি এম. মশিউর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন