খুলনার পাইকগাছায় তালাক প্রাপ্ত স্বামী-স্ত্রীর বিরোধকে কেন্দ্র করে
মারপিটের ঘটনায় পুলিশ ৩ যুবককে আটক করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে এ
ঘটনা ঘটেছে।
থানাপুলিশ ও প্রত্যদর্শীসুত্রে জানাযায়, কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের জিএম জামিলউদ্দিনের পুত্র সাবেক সেনা সদস্য জিয়াউর রহমান (৩৫)’র সাথে ২০০৭ সালে পাইকগাছা উপজেলা গজালিয়া গ্রামের আব্দুস সোবহান সরদারের কন্যা তানিয়া আক্তার কল্পনা (২২)’র বিয়ে হয়। বর্তমানে তাদের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের একবছর পর কর্নেল পরিচয় দেয়ার অভিযোগে সেনা সদস্য জিয়া চাকুরিচুত্য হয় বলে স্ত্রী তানিয়া জানায়। বর্তমানে সে ঢাকায় একটি গার্মেন্টেসে কর্মরত রয়েছে। এদিকে পারিবারিক কলোহের জের ধরে গত ৩ মাস পূর্বে তানিয়া স্বামী জিয়াকে ডিভোর্স দেয় এবং আদালতে মামলা করে। আদালতে বিচারাধীন মামলায় হাজিরা দেয়ার জন্য তারা দু’জনই ঘটনার দিন মঙ্গলবার সকালে খুলনা থেকে একই বাসে উঠলে জিয়া তানিয়াকে টানাহেচড়া করলে বিষয়টি তার ভাইদের জানালে তারা বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে পাইকগাছা পৌছানোর পর তানিয়ার ভাইয়ে’রা উপজেলা পরিষদের সামনে জিয়াকে মারপিট করে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে তানিয়ার ভাই সালাম ও ইমরান এবং ভাগ্নে সেলিমকে আটক করে। এ ব্যাপারে বিয়ের পর হতে জিয়া তার উপর নির্যাতন করে আসছিল এবং ঘটনার দিন বাসে তাকে লািঞ্ছত করে বলে তানিয়া জানায়। অপরদিকে বাসের মধ্যে সন্তান ফিরিয়ে নেয়ার অনুরোধ করা হয়েছিল বলে জিয়া জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা থানাহেফাজতে ছিল।
থানাপুলিশ ও প্রত্যদর্শীসুত্রে জানাযায়, কয়রা উপজেলার ইসলামপুর গ্রামের জিএম জামিলউদ্দিনের পুত্র সাবেক সেনা সদস্য জিয়াউর রহমান (৩৫)’র সাথে ২০০৭ সালে পাইকগাছা উপজেলা গজালিয়া গ্রামের আব্দুস সোবহান সরদারের কন্যা তানিয়া আক্তার কল্পনা (২২)’র বিয়ে হয়। বর্তমানে তাদের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের একবছর পর কর্নেল পরিচয় দেয়ার অভিযোগে সেনা সদস্য জিয়া চাকুরিচুত্য হয় বলে স্ত্রী তানিয়া জানায়। বর্তমানে সে ঢাকায় একটি গার্মেন্টেসে কর্মরত রয়েছে। এদিকে পারিবারিক কলোহের জের ধরে গত ৩ মাস পূর্বে তানিয়া স্বামী জিয়াকে ডিভোর্স দেয় এবং আদালতে মামলা করে। আদালতে বিচারাধীন মামলায় হাজিরা দেয়ার জন্য তারা দু’জনই ঘটনার দিন মঙ্গলবার সকালে খুলনা থেকে একই বাসে উঠলে জিয়া তানিয়াকে টানাহেচড়া করলে বিষয়টি তার ভাইদের জানালে তারা বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে পাইকগাছা পৌছানোর পর তানিয়ার ভাইয়ে’রা উপজেলা পরিষদের সামনে জিয়াকে মারপিট করে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে তানিয়ার ভাই সালাম ও ইমরান এবং ভাগ্নে সেলিমকে আটক করে। এ ব্যাপারে বিয়ের পর হতে জিয়া তার উপর নির্যাতন করে আসছিল এবং ঘটনার দিন বাসে তাকে লািঞ্ছত করে বলে তানিয়া জানায়। অপরদিকে বাসের মধ্যে সন্তান ফিরিয়ে নেয়ার অনুরোধ করা হয়েছিল বলে জিয়া জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা থানাহেফাজতে ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন