সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় জামায়াত নেতা আটক

খুলনার পাইকগাছায় এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ভবানীপুর থেকে মাদ্রাসা শিক ও জামায়াত নেতা জামাল উদ্দিনকে আটক করা হয় থানাপুলিশ জানিয়েছে।  থানাপুলিশ সুত্রে জানাযায়, গত হরতালে পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআই হারুন অভিযান চালিয়ে ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসার শিক জাকারিয়া সরদারের পুত্র জামায়াত নেতা জামাল উদ্দিন (৩০) কে আটক করেন। আটক জামায়াত নেতাকে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।
 পাইকগাছায় আ’লীগের হরতাল বিরোধী মিছিল
খুলনার পাইকগাছায় উপজেলা আ’লীগের উদ্যোগে হরতাল বিরোধী বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এক হরতাল বিরোধী মিছিল প্রধান সড়ক প্রদনি শেষে সিনেমা হল চত্ত্বরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, আ’লীগ নেতা এসএম সুজাউদ্দিন, গাজী আজিজার রহমান, আনোয়ার ইকবাল মন্টু, ভূধর বিশ্বাস, শেখ গোলাম রব্বানী, নির্মল ঢালী, আজিজুর রহমান, গাজী শফিকুল ইসলাম, শিবু প্রসাদ রায়, বিভূতি ভূষন সানা, স.ম আব্দুল বারেক, আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমান, যুবলীগ নেতা অহেদুজ্জামান, বারিক গাজী, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, মোঃ শফি, হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, বাদশা সানা, রোহিত গাজী, ইমরান গাজী, হৃদয়, জয়, রনি, সৌমিত্র, রাসেল ও তারক সানা।
 পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি
খুলনার পাইকগাছায় পৌর সদরে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা রোববার গভীর রাতে দীপ্তি মোবাইল কর্ণার দোকান হতে নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মোবাইল চুরি করেছে বলে তিগ্রস্থ দোকানমালিক জানিয়েছে। এ ঘটনায় চুরি আতংকে উদ্বিঘœ রয়েছে ব্যবসায়ী মহল।
থানাপুলিশ সুত্রে জানাযায়, ঘটনার দিন রোববার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা পৌর সদরের দীলিপ কুমার মন্ডলের দীপ্তি মোবাইল কর্নার দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে পালিয়ে যায়। সোমবার বেলা ১২ টার দিকে হরতাল শিথিলহলে কর্মচারী সুদেব দোকানের কপসিকল ও সার্টার খুলে ভিতরে প্রবেশ করে সমস্ত মালামাল তছনছ করা দেখতে পান। এ ব্যাপারে দোকান মালিক দীলিপ কুমার জানান রোববার দোকানে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল উঠানো হয়। সংঘবদ্ধ চোরেরা সর্বোচ্চ ১৭ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকার প্রায় ৫ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি এম মসিউর রহমান জানান।
                                                                       পাইকগাছায় ৩ যুবককে জরিমানা
খুলনার পাইকগাছায় প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ৩ যুবককে ৩শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ এলাকায় ৩ যুবক প্রকাশ্যে ধুমপান করলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ, বাবু গোলদার, মনি গোলদার ও সুমন গাজী নামে ৩ যুবককে প্রত্যেককে ১শ টাকা করে মোট ৩শ টাকা জরিমানা করেন।

এডিটর
নিউজ অফ পাইকগাছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন