পাইকগাছায় দীর্ঘদিন হামলা, মামলা ও নির্যাতনের পর ১’শ ২৬ বিঘার চিংড়ি ঘেরের দখল বুঝে পেলেন সাবেক এক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আনিছুর রহমান।
জানা গেছে,উপজেলার চাঁদখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার আনিচুর রহমান কৃষ্ণনগর মৌজায় এস এ ১৩ খতিয়ানের ১২৬ বিঘা জমি জমির মালিকদের নিকট থেকে লীজ নিয়ে দীর্ঘদিন মৎস ঘের পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ ২০১১ সালে ৫ বছর মেয়াদী ১৫৫৬ নং লীজ দলিল মুলেও ভোগ দখলে ছিলেন। কিন্তু বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একই এলাকার নজরুল ইসলাম হিরা মতাসীনদের সহায়াতায় পেশী শক্তির মতাবলে প্রায় দুই বছর আগে অবৈধভাবে চিংড়ী ঘেরটি জবর দখল করে নেয়। এ ঘটনায় আ’লীগের দলীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। স্থানীয়ভাবে দুই পকে নিয়ে মতাসীনদলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ একাধিক বৈঠক করে ও অজানা কারনে সমাধান করতে ব্যর্থ হয়। এদিকে আনিচুর রহমানের দায়ের করা মামলায় গত ১৩ মার্চ খুলনার যুগ্ম জজ আদালত ৪ হিরা গংদের বিরুদ্ধে উক্ত চিংড়ী ঘেরে প্রবেশের নিষেধাজ্ঞা প্রদান করে। আদালতের নির্দেশে আনিচুর রহমান চিংড়ী ঘেরটির দখল বুঝে নিলেও হিরা গংরা ঘরপোড়ানো, চাঁদাবাজীসহ একাধিক মামলায় আনিচুর রহমান জেল হাজতে যান। বিষয়টি নিয়ে মতাসীন দল ও প্রশাসনের উচ্চ পর্যায়েও হৈ-চৈ শুরু হয়। সর্বশেষ শুক্রবার আনিচুর রহমান উক্ত লীজ ঘেরের দখল বুঝে নিয়ে বলেন আমাকে কয়েক বছর ধরে বিভিন্ন হয়রানীমুলক মামলা দিয়ে আর্থীকভাবে তিগ্রস্থ্য করা হয়েছে। এ বিষয়ে কোন অপ্রীতিকর ঘটনার আংশকা রয়েছে কিনা জানতে চাইলে ওসি এম মসিউর রহমান বলেন ঘের মালিক আনিচুরের পে প্রয়োজনীয় কাগজ পত্র রয়েছে।
পাইকগাছা উপজেলা জাপার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
জানা গেছে,উপজেলার চাঁদখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সরদার আনিচুর রহমান কৃষ্ণনগর মৌজায় এস এ ১৩ খতিয়ানের ১২৬ বিঘা জমি জমির মালিকদের নিকট থেকে লীজ নিয়ে দীর্ঘদিন মৎস ঘের পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ ২০১১ সালে ৫ বছর মেয়াদী ১৫৫৬ নং লীজ দলিল মুলেও ভোগ দখলে ছিলেন। কিন্তু বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একই এলাকার নজরুল ইসলাম হিরা মতাসীনদের সহায়াতায় পেশী শক্তির মতাবলে প্রায় দুই বছর আগে অবৈধভাবে চিংড়ী ঘেরটি জবর দখল করে নেয়। এ ঘটনায় আ’লীগের দলীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। স্থানীয়ভাবে দুই পকে নিয়ে মতাসীনদলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ একাধিক বৈঠক করে ও অজানা কারনে সমাধান করতে ব্যর্থ হয়। এদিকে আনিচুর রহমানের দায়ের করা মামলায় গত ১৩ মার্চ খুলনার যুগ্ম জজ আদালত ৪ হিরা গংদের বিরুদ্ধে উক্ত চিংড়ী ঘেরে প্রবেশের নিষেধাজ্ঞা প্রদান করে। আদালতের নির্দেশে আনিচুর রহমান চিংড়ী ঘেরটির দখল বুঝে নিলেও হিরা গংরা ঘরপোড়ানো, চাঁদাবাজীসহ একাধিক মামলায় আনিচুর রহমান জেল হাজতে যান। বিষয়টি নিয়ে মতাসীন দল ও প্রশাসনের উচ্চ পর্যায়েও হৈ-চৈ শুরু হয়। সর্বশেষ শুক্রবার আনিচুর রহমান উক্ত লীজ ঘেরের দখল বুঝে নিয়ে বলেন আমাকে কয়েক বছর ধরে বিভিন্ন হয়রানীমুলক মামলা দিয়ে আর্থীকভাবে তিগ্রস্থ্য করা হয়েছে। এ বিষয়ে কোন অপ্রীতিকর ঘটনার আংশকা রয়েছে কিনা জানতে চাইলে ওসি এম মসিউর রহমান বলেন ঘের মালিক আনিচুরের পে প্রয়োজনীয় কাগজ পত্র রয়েছে।
পাইকগাছা উপজেলা জাপার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাবকে আটক করার প্রতিবাদে খুলনার পাইকগাছায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দলীয় কার্যালয়ে পৌর জাপার আহবায়ক গাজী শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, বক্তব্য রাখেন-উপজেলা জাপার সদস্য সচিব শামসুল হুদা খোকন, এ্যাড. বিলাস রায়, গাজী আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক, তৌহিদুজ্জামান লেলিন, শেখ আজিজ, শেখ মাসুদুর রহমান, ছাত্রনেতা তন্ময় রায়, রাব্বু ইসলাম দিপু, খাইরূল ইসলাম, জনি, বিল্লাল, দেবাশীষ, বাচ্চু লোহানী, রহিম, সিরাজুল, আব্দুল্লাহ আল মামুন, এফআর জিতু, জিএম বাবলা, সুমন, সুজিত ও আমিরুল ইসলাম। সভায় বক্তারা অবিলম্বে পার্টির চেয়ারম্যান ও বিশেষ উপদেষ্টার মুক্তির দাবী জানান।
শহীদ বুদ্ধিজীবী দিবসে পাইকগাছায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবসে পাইকগাছায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপল্েয শনিবার সন্ধ্যায় পাইকগাছায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ভার্ষ্কয্য ও শহীদ স্মৃতিস্তম্ভ চত্ত্বরে সংগঠনের সহ-সভাপতি আজমল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। বক্তব্য রাখেন গুলজার রহমান,সৌমেন মজুমদার, এড.শফিকুল ইসলাম কচি, শহিদুল ইসলাম খোকন, স্নেহেন্দু বিকাশ, উদয় শংকর, নীহার রঞ্জন ভদ্র, প্রশান্ত মন্ডল, আব্দুল ওহাব বাবলু, কৌস্তভ রঞ্জন সানা, বাশারুল ইসলাম বাচ্চু, বজলুর রহমান, অমিত মন্ডল।
পাইকগাছায় হরতালে কোন প্রভাব পড়েনি; ২ শিবির কর্মী আটক
পাইকগাছায় হরতালে কোন প্রভাব পড়েনি; ২ শিবির কর্মী আটক
জামায়াত-শিবিরের ডাকা রবিবারের হরতালে পাইকগাছায় তেমন কোন প্রভাব পড়েনি। সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান,অফিস-আদালত,ব্যাংক-বীমা,সকল শিা প্রতিষ্ঠান খোলা ছিল। তবে বাসষ্ঠ্যান্ড থেকে দুরপাল্লার কোন যাত্রীবাহী বাস চলাচল করেনি। এদিকে পুলিশ,র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালীর ফতেপুর থেকে আলাউদ্দীন ও দেবদুয়ার থেকে আব্দুর রহিম নামে দুই শিবির কর্মীকে আটক করেছে। ওসি এম মসিউর রহমান জানিয়েছেন নাশকতা সৃষ্ঠি ও সড়ক অবরোধ করার দায়ের করা মামলায় তাদেরকে আটক করা হয়েছে। এদিকে উপজেলায় বাড়তি নিরাপত্তার জন্য ৪ প্লাটুন বিজিবি ও ৩ প্লাটুন র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন