রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

খুলনা-৬ এর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হকের দৃষ্টি আকর্ষণ বিবৃতি

নিউজ অফ পাইকগাছা॥
দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনিত দলীয় প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক এক লিখিত দৃষ্টি আকর্ষণ বিবৃতিতে জানাচ্ছেন যে, সম্প্রতি ল্য করা যাচ্ছে যে, একদল অতি উৎসাহি ব্যক্তি কয়রা-পাইকগাছায় আমার ও আমার পরিবারের সদস্যদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে বে-আইনী কার্যকলাপ যথা ঘের দখল, ধান্য কর্তনসহ বিভিন্ন বে-আইনি কর্মকান্ড ঘটানোর চেষ্ঠা করছেন যাহা একান্তই অনাভিপ্রেত। তিনি আরও বলেন বিষয়টি আমার গোচরিভূত হওয়ায় আমি এই বিজ্ঞপ্তির মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করছি যে, এ ধরনের কোন কার্যকলাপের সাথে আমার কোন সম্পর্ক নাই এবং থাকবে না এবং কোথায়ও এ ধরনের কার্যকলাপ ও কর্মতৎপরতা পরিলতি হলে সাথে সাথে কর্তৃপ তাহা কঠোর হস্তে দমন ও যথোপুযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদি। তিনি কয়রা-পাইকগাছার আ’লীগ ও সহযোগি সকল সংগঠনের নেতাকর্মীসহ তার পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সর্তক থাকার জন্য আদেশ প্রদান করেছেন। সর্বশেষ তিনি জানিয়েছেন যে, পাইকগাছা-কয়রার কোন বিষয়ে তার পরিবারের কারও কোন হস্তেেপর সুযোগ নাই এবং কেহই তাদের ব্যবহার করবেন না। যদি কেহ তা করে তবে তিনি তাহার নিজ দায়িত্বে করবেন বলে বিবৃতির মাধ্যমে সকলকে অবহিত করেছেন এ্যাড. শেখ মোঃ নূরুল হক। 
                                         পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাথে এ্যাড. শেখ মোঃ নূরুল হকের মতবিনিময়
নিউজ অফ পাইকগাছা॥
    খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আ’লীগ মনোনিত (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক রোববার দুপুরে পৌরসভাস্থ তার নিজ বাসভবনে পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও রাড়–লী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, যুদ্ধকালীন কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অবঃ অধ্য লুৎফর রহমান, জামান হোসেন, জামাত আলী গাজী, রনজিৎ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা। এর আগে চাঁদখালী লতা, দেলুটি ও হরিঢালী ইউনিয়ন আ’লীগের দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন-দিবাকর বিশ্বাস, উপাধ্য আফসার আলী, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, রেজাউল করিম, বাবু যুগোল কিশোর দে, সরদার গোলাম মোস্তফা, তাপস কান্তি বসু, পরমানন্দ মন্ডল, ইউপি সদস্য এজাহার আলী গাজী, নির্মল চন্দ্র অধিকারী, আব্দুর রশিদ গোলদার, গৌতম সাহা, নূর আলী গাজী, কয়রা উপজেলা যুবনেতা জিএম মোস্তাফিজুর রহমান, পরেশ মন্ডল, প্রণব মন্ডল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক কৌশিক ঘোষ, আমিরুল ইসলাম, অসিম ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, যুবনেতা শেখ মাসুদুর রহমান, শেখ সেলিম, অনুপ ঘোষ, মুজিবুর রহমান, জালাল সরদার, সাবেক ছাত্রনেতা জিয়াদুল ইসলাম জিয়া, সুকুমার মন্ডল, দিপংকর মন্ডল, ইদ্রিস, আব্দুল্লাহ ্অল মামুন, রাজীব গোলদার, ইমরোজ, আব্দুর রহমান কিনু, শেখ তুহিন, আসিফ ইকবাল রনি, সুমন, হাবিব।
                               পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে অতিদরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত
নিউজ অফ পাইকগাছা॥  
    খুলনার পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে অতিদরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচী বাস্তবায়ন ও এ্যাডভোকেসী ফর সোস্যাল চেইঞ্জ-এর উদ্যোগে রোববার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে এ ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুল হক কিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সটেক্টর আজহারুল ইসলাম। ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচী প্রকল্পের জেলা ব্যবস্থাপক মুহাঃ মোনতাসির রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, ইউপি সদস্য জালাল আহমেদ, প্রধান শিক খালেদা খাতুন, শিক মুনছুর আলী, অভিভাবক সদস্য জাহান আলী গাজী, মিজানুর রহমান, হারুন-অর-রশিদ, মুজিবর রহমান, বাবর আলী সরদার, কামরুল ইসলাম, রহিমা খাতুন, আরিফা আক্তার, ফাহিমা বেগম ও ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক আবু সাঈদ।
                                          পাইকগাছায় রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পরীার ফলাফল প্রকাশ
নিউজ অফ পাইকগাছা॥ 
    খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পরীার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনে প্রধান শিক অনিতা রাণী মন্ডলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাঃ কওসার আলী গাজী, ডাঃ জিনাত গুলশানারা, শিক মনতোষ কুমার বৈদ্য, শাহনাজ পারভীন, অসীম রায়, হোসনেয়ারা নাজমিন সুমি, দেবযানী মন্ডল, পূজা মন্ডল, অসিত বরণ গাইন, লায়লী খানম, সীমা রাণী, কল্পনা রাণী, অভিভাবক মোঃ সেলিম, অপতী রায় ও সুমাইয়া বেগম। অনুষ্ঠানে প্লে থেকে ৪র্থ শ্রেণীর বার্ষিক পরীা-২০১৩ সালের ফলাফল প্রকাশ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন