মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

পাইকগাছায় ঘের ব্যবসায়ীকে অপহরণ; ডিবি পরিচয়ে স্বসস্ত্র ডাকাতি

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় এক ঘের ব্যবসায়ীর বাড়ীতে স্বশস্ত্র ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল নগদ অর্থ ও ¯¦র্ণালংকার লুট এবং ব্যবসায়ী ব্রজেন মন্ডলকে অপহরণ করেছে বলে খবর পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উপজেলার জিরবুনিয়া এলাকায়। বনদস্যুরা এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এলাকাবাসীসুত্রে জানাগেছে, ২০/২৫ জনের স্বশস্ত্র ডাকাত ঘটনার দিন রাতে ডিবি পুলিশ পরিচয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের পুত্র ঘের ব্যবসায়ী ব্রজেন মন্ডলের বাড়ীতে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৩০/৪০ হাজার টাকা ও ৩ ভরি ¯¦র্ণালংকার লুট করে বাড়ীর মালিক ব্রজেন ও তার পুত্র উত্তমকে ধরে নিয়ে যায়। পরে খেয়াঘাট থেকে পুত্র উত্তমকে ছেড়ে দিলেও ব্যবসায়ী ব্রজেনকে অপহরণ করে ট্রলারযোগে পালিয়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান মু্িক্তপনের দাবীতে ব্রজেনকে অপহরণ করা হতে পারে। ওসি এম মসিউর রহমান জানান-ঘটনার দিন রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকা থেকে এক ব্যক্তি ফোন করে বিষয়টি অবহিত করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে পারেনি। তবে এলাকাবাসীর ধারণা বনদস্যুরা এ ঘটনা ঘটাতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ী ব্রজেন নিখোজ ছিল।
                                     বে-আইনী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নূরুল হকের কঠোর নির্দেশ
নিউজ অফ পাইকগাছা ॥
নাম ব্যবহার করে বেআইনি কর্মকান্ডে জড়িত অতি উৎসাহি ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার জন্য এবং ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন খুলনা-৬ আসনের আ’লীগ মনোনিত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। তিনি সম্প্রতি বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর কতিপয় কিছু অতি উৎসাহি ব্যক্তি তার এবং তার পরিবারের নাম ভাঙ্গিয়ে নির্বাচনি এলাকা পাইকগাছা-কয়রায় ঘের দখল, ধান কর্তনসহ বিভিন্ন বে-আইনী কর্মকান্ড ঘটানোর চেষ্টা করছেন এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার লিখিত বিবৃতিতে শেখ মোঃ নূরুল হক জানান যেসব অতি উৎসাহি ব্যক্তি বে-আইনী কর্মকান্ডের চেষ্ঠা করছেন সেসব কার্যকলাপের সাথে তার সম্পর্ক নেই এবং থাকবে না। এ ধরনের কোন কর্মতৎপরতা পরিকলতি হলে সাথে সাথে তা প্রশাসন কঠোর হস্তে দমন ও ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি দু’উপজেলার আ’লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন বলে লিখিত বিবৃতি সুত্রে জানাগেছে।
                                          পাইকগাছায় ব্যবসায়ীদের সাদাপতাকা সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় সকাল ১১টা থেকে বেলা ১ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার মাধ্যমে সাদা পতাকা সমাবেশ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ব্যবসায়ীরা। বর্তমান রাজনৈতিক সংকটের কারনে দেশের ব্যবসায়ী সমাজ মারাত্মকভাবে তিগ্রস্থ এবং নিরাপত্তাহীনবোধ করায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর প্রতি আবেদন জানাতে পাইকগাছা ব্যবসায়ী নিরাপত্তা ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর অংশহিসাবে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সংগঠনের শত শত ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে নিয়ে কর্মসূচীতে অংশগ্রহণ করে। ব্যবসায়ী নিরাপত্তা ঐক্য পরিষদের আহবায়ক শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, ষোলআনা ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক, চিংড়ী বিপনন সমবায় সমিতির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনোহর সানা, জেলা হ্যাচারী চিংড়ী পোনা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, ঠিকাদারী সমিতির শেখ কামরুল হাসান টিপু, কাঁকড়া সমিতির সভাপতি অধিবাস সানা, সাধারণ সম্পাদক দেবব্রত কুমার, পোনা সমিতির সভাপতি মাহাবুবুর রহমান সানা, মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক স.ম আব্দুর রব, বাস মালিক সমিতির অধ্যাপক আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, কাঁচাবাজার সমিতির কামরুল ইসলাম, কাজী আজিজুল করিম, রতন ভদ্র, দাউদ শরীফ, উত্তম কুমার সাধু, গাজী শহীদুল ইসলাম খোকন, বিদ্যুৎ আহম্মেদ, নাসির উদ্দিন, ফজলুর রহমান, সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
                                              পাইকগাছায় দুবৃত্ত কর্তৃক মটরসাইকেল চালককে পিটিয়ে জখম
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় দুবৃত্তরা মফিজুল ইসলাম নামে এক মটরসাইকেল চালককে পিটিয়ে জখম করেছে বলে খবর পাওয়াগেছে। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানাগেছে, উপজেলার সলুয়া গ্রামের মৃত শামসুর গাজীর পুত্র মটরসাইকেল চালক মফিজুল ইসলাম (৩৮) ঘটনার দিন সোমবার রাত ৯টার দিকে বাড়ীতে অবস্থান করছিল। এসময় নিকট আত্মীয় পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যমে তাকে হরিদাশকাটির আমতলা মোড় নামকস্থানে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌছানোর পরপরই পূর্ব থেকে ওৎপেতে থাকা ৭/৮ জন যুবক তাকে পিটিয়ে গুরুত্বর জখম করে। এসময় তার আত্মচিৎকরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে মঙ্গলবার সকালে তার পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে আহত মফিজুল জানান-তার শ্বাশুড়ির জায়গাজমি বিরোধের ঘটনায় প্রতিপরা পূর্ব শত্র“ুতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
                                                           তামান্না’র সেরাছাত্রীর কৃতিত্ব অর্জন
নিউজ অফ পাইকগাছা ॥
আরিয়ানা তামান্না পাইকগাছা রোজ বাড কিন্ডার গার্টেন স্কুল থেকে ২০১৩ সালের ৩য় শ্রেণীর বার্ষিক পরীায় ১ম স্থান ও বিদ্যালয়ের সেরা ছাত্রীর কৃতিত্বের অধিকার অর্জন করেছে। তার পিতা রয়্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধীকারি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন, মাতা-সমাজকর্মী আফরোজা পারভীন শিল্পী। ইতোপূর্বে সে সংগীতাঙ্গনে সফলতার পাশাপাশি প্রতিবছর ১মস্থান ও বিদ্যালয়ের সেরাছাত্রীর ধারাবাহিক কৃতিত্ব অর্জন করে আসছে। ইতোমধ্যে সে প্রতিবেশি দেশ ভারতসহ বাংলাদেশের সবকটি জেলা ভ্রমন করেছেন। ভবিষ্যতে সে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হতে চায়। এ সাফল্যের জন্য সে পিতা-মাতা, নানু আবু তাহের গাজী ও বিদ্যালয়ের শিকদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন