মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ঐক্য পরিষদ নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক

পাইকগাছা প্রতিনিধি ॥
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাইকগাছার রাড়–লী ইউনিয়ন শাখার সভাপতি অশোক অধিকারী ও শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারীর মা শান্তি অধিকারী (৮৭) পরলোক গমন করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাঁকা গ্রামস্থ নিজস্ব বাসভবনে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃতের ১ ছেলে ও ৪ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। গত মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু, উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, গৌতম মন্ডল, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, দীপংকর মন্ডল, এড. পীযুষ কান্তি সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন