সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে আটক-১

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৭৫০ গ্রাম গাঁজা সহ ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক গাঁজা সরবরাহকারী মোঃ হাফিজুল ইসলাম (৩০) সাতক্ষীরার আশাশুনি থানার ফকরাবাদ গ্রামের লতিফ গাজীর ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক হাফিজুল পেশায় একজন মটর সাইকেল চালক। সে গত ২ বছর যাবৎ তালার শাহাপুর এলাকায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হাফিজুল অভিনব কায়দায় সাড়ে ৭শ গ্রাম একটি গাঁজার প্যাকেট তার পায়ের উরুর সাথে বেঁধে মটর সাইকেল যোগে সরবরাহ করতে যাচ্ছিল। এ খবর জানতে পেরে থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কপিলমুনি সংলগ্ন গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা সহ হাফিজুলকে আটক করে। তবে এ সময় অপর কয়েকজন আসামী পালিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন