মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

জেলা পরিষদ সদস্য নাহারের উপর হামলা; ইউপি সদস্য সহ আসামী- ১০, আটক-১

বিশেষ প্রতিনিধি ॥
খুলনা জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা, শ্লীলতাহানী ও বঙ্গবন্ধু এবং জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করার অভিযোগে ইউপি সদস্য সহ ১০ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ১জনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
 মামলা সূত্রে  জানাগেছে, জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সাথে নোয়াকাটী গ্রামের রশিদ গোলদারের ছেলে ইউপি সদস্য রাজিব গোলদারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে নাহার আক্তার ইতোপূর্বে গত ১৭ আগস্ট রাজিব গোলদারের বিরুদ্ধে থানায় জিডি করে, যার নং- ৯০৫। এদিকে সোমবার রাত ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ নিজ কার্যালয়ের পাশে হাবিব গোলদারের দোকানে জুয়া খেলা নিয়ে হট্টগোল হয়। এ সময় নাহার আক্তার ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্য ও তার লোকজন জেলা পরিষদ সদস্যকে ধাওয়া করে। এ সময় নাহার আক্তার নিজ কার্যালয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে শ্লীলতাহানী ঘটায়। এছাড়াও কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করে। এ ঘটনায় ওই রাতেই জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজিব গোলদার সহ ১০ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে। যার নং- ৩৪, তাং- ১৮/০৯/১৭ ইং। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় উত্তম চক্রবর্তী নামে একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন