শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

শনিবার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর ভাগ্যপরীা; ৬৯ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫৩

নির্বাচনের উপকরণ পৌছেগেছে সকল কেন্দ্রে
নিউজ অফ পাইকগাছা ॥
আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ভোটের উপকরণ সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে এবং ৬৯ টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চি‎িহৃত করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।  সুত্রমতে-১০ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা পরিষদ। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩, যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ ও মহিলা ৯২ হাজার ১৩৭। মোট ভোট কেন্দ্র ৬৯ এবং ভোট ক ৪৪২টি। চলতি বছরের ৩য় দফায় জেলার একমাত্র এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ভোটের আগের স্বতন্ত্র প্রার্থী শেখ সোহরাওয়াদ্দ্র্ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অপর প্রাথীরা হচ্ছেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান(আনারস), ১৯ দলীয় জোট মনোনিত সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী (দোয়াতকলম), উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর (ঘোড়া), সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (কাপপিরিচ) ও বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির জিএম আবদার রশীদ (চিংড়ীমাছ)। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে স.ম বাবর আলী, মোঃ রশীদুজ্জামান ও মোস্তফা কামাল জাহাঙ্গীরের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ধারনা করা হচ্ছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হচ্ছেন ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন (টিউবওয়েল), স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা (তালা), বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর (টিয়াপাখি), এ্যাড. এসএম মুজিবর রহমান (বই), যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু (্উড়োজাহাজ), ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক), ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু (চশমা)। ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বর্তমান ভাইস চেয়াম্যান ও বিএনপি মনোনিত রাবেয়া হোসেন (হাঁস), আ’লীগ মনোনিত ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী (পদ্মফুল), জামায়াত মনোনিত শাহানারা খাতুন (কলস) ও ওয়ার্কাস পার্টির মোছাঃ মাছুমা খাতুন (ফুটবল)। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা হতে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হওয়ায় নির্বাচন শেষে কাঙ্খিত ফলাফলের অপোয় রয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। সবমিলিয়েই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। 
পাইকগাছায় আ’লীগ প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে অবশেষে ভোটের আগের দিন আ’লীগ মনোনিত মোঃ রশীদুজ্জামানের (আনারস) প্রতিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী। তিনি শুক্রবার সকালে পাইকগাছা প্রেসকাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
 
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন-নির্বাচনী এলাকায় আমার জনসমর্থনের অভাব রয়েছে এবং আমি কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নই। এজন্য নির্বাচনে আমার জনসমর্থন না থাকার বিষয়টি উপলব্ধি করে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার কর্মী সমর্থকদের আ’লীগ মনোনিত চেয়ারম্যানপ্রার্থী মোঃ রশীদুজ্জামানের (আনারস) প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন