রবিবার, ১৬ মার্চ, ২০১৪

পাইকগাছায় প্রভাবশালী হেভিওয়েট প্রার্থীসহ ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ভোটার উপস্থিতি কম কারন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক
নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীসহ জামানত হারিয়েছেন ১১ প্রার্থী, যার মধ্যে ৪ চেয়ারম্যান। সর্বমোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগও না পাওয়ায় এসকল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করা হবে বলে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানিয়েছেন।     সুত্রমতে-প্রভাবশালী হেভিওয়েট প্রার্থীদের জামানত হারানো জাতীয় নির্বাচন ও ভোটার উপস্থিতি কমবলে অন্যতম কারন হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য শনিবার ৩য় দফার ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ১৩ হাজার ৯৩ ভোটার, এরমধ্যে ২ হাজার ৯০৬ টি ভোট বাতিল বলে গণ্য হয়। চেয়ারম্যানপদে ৬ প্রার্থীর মধ্যে ১৯ দলীয় জোট মনোনিত বিএনপি নেতা এ্যাড. স.ম বাবর আলী ৫৯ হাজার ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম আ’লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান পেয়েছেন ৩৮ হাজার ৩৭৮ ভোট, চেয়ারম্যানপদে জামানত হারানো ৪ প্রার্থী হচ্ছেন উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ৭ হাজার ৩৪২, সিপিবি’র বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ৪ হাজার ৭৩২, বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির জিএম আবদার রশীদ ২২৫ ও স্বতন্ত্র শেখ সোহরাওয়ার্দ্দী ২০৬, ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে ৬০ হাজার ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন, নিকটতম স্বতন্ত্র ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল ৩৫ হাজার ১৫৬, ভাইস চেয়ারম্যানপদে জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন আ’লীগের স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মুজিবর রহমান সানা ৭ হাজার ৫৫২, বিএনপি নেতা এসএম মুজিবর রহমান ২ হাজার ৫৭৭, মোঃ আব্দূল গফুর ১ হাজর ৩৬৫, ইউনাইটেড কমিউনিষ্টপার্টির শাহজাহান সিরাজ সাজু ৯৭৪ ও যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু ৩২৫, মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে ৫৭ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত নেত্রী শাহানারা খাতুন, নিকটতম আ’লীগের ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী ৩৭ হাজার ৪৫৩, জামানত হারানো বিএনপি নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন ৭ হাজার ২৪৩ ও ওয়ার্কাস পার্টির মোছাঃ মাসুমা খাতুনের প্রাপ্ত ভোট ৩ হাজার ৪২৬।
                                                  
                                                               পাইকগাছায় এমপি নূরুল হকের সংবাদ সম্মেলন
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক বলেছেন-কপোতা নদের প্রকৃত অবস্থান এবং এর প্রশস্থতা নির্ধারণ করে আমার নির্বাচনী এলাকায় সর্বেেত্র যে অনিয়ম দূর্ণীতি বিরাজ করেছে সেসব েেত্র যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করায় স্থানীয় এক শ্রেনীর সুবিধাবাদী লোকের সমস্যা হচ্ছে। এজন্য আমার বিরুদ্ধে স্বার্থান্বেষী ওই মহলটি বিভিন্ন হিউমার ছড়াচ্ছে।
শুক্রবার বিকালে পৌর সদরস্থ এমপি’র নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কপিলমুনি বনিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আমাকে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানায়। আমি সরেজমিন পরিদর্শন করি এবং নদের নির্দিষ্ট জায়গা রেখে পরিকল্পিতভাবে মৎস্য আড়ৎ নির্মানের নির্দেশ দেই। কুচক্রি মহলটি এটিকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। আর তারই অংশ হিসেবে বিভিন্ন গনমাধ্যমে আমার কাছ থেকে বিস্তারিত কিছু না শুনে মনগড়া সংবাদ পরিবেশন করিয়েছেন। কেননা নির্মানাধীন মৎস্য আড়ৎ বা কোন স্থাপনা’ই কপোতা নদ পুনঃ খননের কাজে ব্যাঘাত ঘটাবে না। কপোতা নদ খনন আমিও চাই উল্লেক করে সাংসদ আরো বলেন নদের প্রকৃত অবস্থান ও এর প্রশস্ততা নির্ধারণ করে মাঝখান থেকে সীমানা ধরে অর্ধেক পাইকগাছা এবং অর্ধেক তালা পাড়ের ভরাট জমি পুনরুদ্ধার করে ক্যাসমেন্ট এরিয়া হিসাব করে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় নদ খনন করলে উভয় পাড়ের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং খননাংশের মধ্যে যদি নির্মাণাধীন মৎস্য আড়ৎ বাঁধার কারন হয় সেেেত্র যেকোন মূল্যে তা উচ্ছেদ করা হবে।
                                                পাইকগাছায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে বিএনপি’র প থেকে সংবর্ধনা
নিউজ অফ পাইকগাছা॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট মনোনিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে থানা ও পৌর বিএনপি’র প থেকে পৃথক সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে দলীয় কার্যালয়ে থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাড. জিএ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্ঠা এ্যাড. স.ম বাবর আলী। উপস্থিত ছিলেন-থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, বিএনপি নেতা সেখ রুহুল কুদ্দুস, ডাঃ আব্দুল মজিদ, এটিএম মনিরুজ্জামান মনি, কেএম মজিবুর রহমান, আইয়ুব বাচ্চু, ডাঃ নরেন্দ্র নাথ বিশ্বাস, খন্দকার হারুন-অর-রশীদ, এ্যাড. অচিন্ত্য দাশ, , সরদার মনিরুজ্জামান, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, ছাত্রনেতা এসএম ইমদাদুল হক, আবুল হোসেন, ইস্রাফিল আহম্মেদ, আকবর হোসেন, এরশাদ আলী, মোস্তাফিজুর রহমান মন্টু, বাদশা আলম, গোলাম। অপরদিকে শহীদ মিনার চত্ত্বরে ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকি, মিরাজুল ইসলাম মিরাজ, কাউন্সিলর সেলিম নেওয়াজ, রফিকুল ইসলাম, রাজীব নেওয়াজ, শফি মোড়ল, আনার আলী, আনারুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন