রিপোর্টার।। পাইকগাছায় বড়দিন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য
আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ৩১টি ক্যাথলিক চার্চে সরকারী সহায়তা
প্রদান করেছেন। তিনি মঙ্গলবার বিকালে পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে
চার্চের সভাপতি-সম্পাদকের নিকট সরকারী বরাদ্দকৃত প্রায় ৩ লাখ টাকার আর্থিক
সহায়তা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা
আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, শেখ রাজু আহম্মেদ,
পলাশ রায়, খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি-রোজারিও, সম্পাদক
ডেভিড সুকুমার, মিখাইল, জোহন সরদার, জেভিয়ার, টিটু, গোপাল, শান্তি, তাপস,
মৃণাল, এডুইন, নমীতা, কুসুম, পলাশ, তন্ময়, শ্যামপদ, কানাই, সুশান্ত,
তৃপ্তি, প্রভাত, রাজকুমার ও মার্টিন সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন