বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ ডেস্ক।।
পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সরল কালিবাড়ী উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দিরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মন্দির চত্ত্বরে মন্দির কমিটির সভাপতি দেবব্রত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, মেডিকেল অফিসার ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, সঞ্জয় কুমার মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, সাবেক কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, সাংবাদিক আব্দুল আজিজ, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী পলাশ কুমার রায়, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, মন্দির কমিটির অখিল কুমার মন্ডল, শংকর মন্ডল, সুভাষ মন্ডল, শ্যামপদ ব্যানার্জী, সুভাষ বিশ্বাস, অনুকুল ব্যানার্জী, তুষার কান্তি মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার ও পঙ্কোজ মন্ডল। অনুষ্ঠানে বেতার সহ বিভিন্ন স্থানের খ্যাতিমান শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। হাজারো দর্শকের উপস্থিতিতে কানাই কানাই ভরে যায় মন্দির চত্ত্বর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন