বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌনহয়রানীকে লাল কার্ড বিষয়ক সচেতনা মূলক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় স্কুল পর্যায়ে বাল্যবিবাহ ও যৌনহয়রানীকে লাল কার্ড বিষয়ক সচেতনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে “বাল্যবিবাহ ও যৌনহয়রানীকে লাল কার্ড, শিক্ষাই প্রথম ও শিক্ষা আমার অধিকার” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, প্রধান শিক্ষক এসএম মতিউর রহমান। বক্তব্য রাখেন এসনেয়ারা খানম, বিএম আনিছুর রহমান, গাজী শহিদুল ইসলাম খোকন, মশিউর রহমান রাজু, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক সাঈদ মনোয়ার, শিক্ষার্থী সুমনা খাতুন, রাখি সরদার, সাবিকুন্নাহার রুমকি ও টুম্পা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক খায়রুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন