বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় পৃথক হামলা, মারপিটে ফুটবলার ও কলেজ শিক্ষকসহ আহত ৩

বিশেষপ্রতিবেদক ॥
পাইকগাছায় পৃথক হামলা ও মারপিটে সাবেক ফুটবলারের হাতে ফুটবলার, কলেজ শিক্ষকসহ ৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে সুশান্ত সানার অবস্থা গুরুত্বর। দু’টি ঘটনায় থানায় পৃথক এজাহার দাখিল হয়েছে। গতকাল সকালে উপজেলার গড়ইখালী ইউপি’র বাইনবাড়িয়া ও ১৭ অক্টোবর রাতে চাঁদখালী ইউপি’র গজালিয়া দক্ষিণমাথা বাজার এলাকায়     এ দু’টি হামলা ও মারপিটের ঘটনা ঘটে।
    আহতের পরিবার ও থানাপুলিশ সুত্রে জানাগেছে-গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাইনবাাড়িয়ার সাবেক ফুটবলার সুশান্ত সানার মাছ ক্রয়ের উদ্দেশ্যে উত্তর বাইনবাড়িয়া এলাকার অনিল বাবুর বাড়ির কাছে পৌছালে জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুুতার জের ধরে একই বাড়ির ভাইপো সম্পর্কে আর এক ফুটবলার পরিতোষ কুমার সানা তার হাতে থাকা বিদেশি টর্চলাইট দিয়ে অতর্কিত হামলা করলে সুশান্তর মাথা ফেটে জখম হয়। এক পর্যায়ে আত্ম রক্ষার্থে আহত সুশান্ত প্রতিপক্ষ ভাইপো পরিতোষের চোখে কামড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। আহতের স্ত্রী চন্দনা সানা অভিযোগ করেছেন বৈরাগী বাড়ির কাছে ২য় দফা তার স্বামীর উপর হামলা চালালে স্থানীয়রা ছুটে আসলে এসময় পরিতোষ আত্মরক্ষার্থে পুলিশ ক্যাম্পে আশ্রয় নেয়। পরবর্তীতে পরিতোষ আগেভাগে থানায় অভিযোগ নিয়ে গেলে কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। এদিকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা সুশান্ত সানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা গুরুত্বর বলে তার পরিবার সুত্র জানিয়েছে। এদিকে পুলিশি প্রহরায় পরিতোষ সানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে টহল পুলিশের এসআই সাহাবুদ্দিন জানিয়েছেন। এ ঘটনায় আহত সুশান্ত সানা বাদী হয়ে প্রতিপক্ষ পরিতোষ সানা ও তার স্ত্রী শৈবালীন সানার বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। অপরদিকে গজালিয়ার দক্ষিণমাথা বাজার থেকে ১৭ আগষ্ট রাত ৯ টার দিকে কয়রার খান সাহেব কোমর উদ্দীন কলেজের প্রভাষক তৈয়েবুর রহমান তোতা ঔষুধ ক্রয় করে বাড়ী ফেরার সময় পিছন দিক থেকে নসিমনযোগে এসে রাস্তার ডান পাশে ফেলে একই এলাকার শাহীন, সেলিম, বাবু, ভুট্টো সরদার ও রব্বানী মোড়লসহ অন্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তার মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় দুবৃত্তরা এলোপাতাড়ি পিটিয়ে তাকে জখম করে। আহতের স্ত্রী একই কলেজের প্রভাষক পাপিয়া পারভীন পপি অভিযোগ করেছেন দীর্ঘদিন যাবৎ মাদকসেবী শাহীন গংরা মোবাইলে ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে আসছিল। এ ঘটনায় তিনি এদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে দুবৃত্তরা বেপরোয়া হয়ে সর্বশেষ তার স্বামীর উপর এ হামলা চালিয়েছে। এ ঘটনায় শাহীন, সেলিম, বাবু, ভুট্টো, রব্বানীসহ অনেকের বিরুদ্ধে থানায় একটি এজাহার দাখিলের কথা স্বীকার করেছেন ওসি(তদন্ত) জাবিদ হাসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন