সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় সরকারী জায়গার উপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক ॥
পাইকগাছা পৌর সদরের পেরিফেরিভূক্ত সরকারী জায়গার উপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নজরুল ইসলাম নামে স্থানীয় ধনাঢ্য এক ব্যবসায়ী পৌর সদরের পূর্ব ওয়াপদা রোডের পাশে সরকারী জায়গার উপর সীমানা প্রাচীর দিয়ে ইমারত নির্মাণ করছিলেন। রোববার সকালে সরকারী সার্ভিয়ার মাপ দিয়ে সরকারী জায়গা নির্ধারণ করার পর সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক ঘটনাস্থলে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই বাদশা, পেশকার দিপংকর মন্ডল ও সার্ভেয়ার সাকিরুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন