শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় নির্বাচনী সংক্রান্ত আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীকণ্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলাদার, এসআই জহুরুল আলম, বাদশা, প্রবীণ চক্রবর্তী, স্বপন রায় ও লৎফর রহমান, প্রার্থী রমজান আলী ও শেখ রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মর্জিনা বেগম ও সোহেল উদ্দীন আহম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ৩ স্তরের নিরাপত্তা বিধানের কথা উল্লেখ করে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে নির্বাচন পূর্ব, নির্বাচন কালীন এবং নির্বাচন পরবর্তী আচারণবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। প্রশাসনের এ আহ্বানে সাড়া দিয়ে আ’লীগের ২ প্রার্থী রমজান ও রেজাউল একে অপরের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রয়াত ইউপি সদস্য সাহেব আলী গোলদারের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন