বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

অবশেষে পাইকগাছা পৌর সদরের প্রধান সড়কের সংস্কার কাজ শুরু;

*****মেয়র সেলিম জাহাঙ্গীরকে এলাকাবাসীর অভিনন্দন*****
দৈনিক পাইকগাছা ॥ অবশেষে পাইকগাছা পৌর সদরের দেড় কিলোমিটার প্রধান সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। পৌরসভার অর্থায়নে ২০ লাখ টাকা ব্যায় সম্বলিত সংস্কার কাজ বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উল্লেখ্য পাইকগাছা-কয়রা সড়ক পৃথক হয়ে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ জিরো পয়েন্ট থেকে পৌর বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক অঘোষিত ভাবে পরিত্যাক্ত ঘোষনা করে। যার ফলে গুরুত্বপূর্ণ সড়কটি গত কয়েক বছর সংস্কারের অভাবে জরাজির্ণ হয়ে পড়ে। এতে যাতায়াতে চরম ভোগান্তি পেতে হয় এলাকাবাসীর। অবশেষে দীর্ঘদিন পর সড়কটি চলাচলের জন্য উপযোগি করতে এবং সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে পৌর পরিষদ সংস্কারের উদ্যোগ নেয়। গত কয়েক দিন আগে ২০ ফুট প্রস্থ ও ৭ মিঃ মিঃ  থিংনেস সম্বলিত দেড় কিলোমিটার সড়কের শুরু হওয়া চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, পৌর সচিব তুষার কান্তি ও ষোলআনা সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। সংস্কার কাজ শুরু করায় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরকে অভিনন্দন জানিয়েছেন এলাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন