মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫

পাইকগাছায় নাগরিক কমিটির সভায় হামলা ও ভাংচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন

শেষমেষ মামলা সিআইডিতে
নিউজ ডেস্ক ॥ খুলনার পাইকগাছায় অবশেষে দুই বছর পর নাগরিক কমিটির প্রতিবাদ সভায় হামলা ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীসহ আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠণ করেছে সিআইডি। দীর্ঘদিন পর হলেও আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠণ করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
    প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার চাঁদখালী বাজারের সরকারি জমির উপর প্রভাবশালী কয়েকজন ব্যক্তি পাকা ঘর নির্মাণ পূর্বক ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলে। এর প্রতিবাদ স্থানীয় নাগরিক কমিটি ২০১২ সালের ১৭ অক্টোবর বিকালে নির্মাণাধীন প্রতিষ্ঠানের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে। সভা শুরুর আগে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীসহ তার লোকজন বাঁধা প্রদান করলে স্থান পরিবর্তন করে গরুর হাটে সভা পরিচালনার কাজ শুরু করলে পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন সভায় হামলা চালিয়ে ভাংচুর ও নাগরিক কমিটির নেতৃবৃন্দকে জখম করে। এই ঘটনায় চাঁদখালী ইউনিয়ন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক কালীদাশপুর গ্রামের মৃত রমজান সরদারের পুত্র মোঃ আব্দুল আজিজ সরদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজীকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখপূর্বক থানায় মামলা করে। মামলার ৩ তদন্ত কর্মকর্তা এস,আই শাহাদাৎ হোসেন, এস,আই জাহাঙ্গীর আলম ও এস,আই বিশ্বজিত কুমার ধারাবাহিকভাবে চুড়ান্ত রিপোর্ট প্রদান করার প্রদান প্রেক্ষিতে বাদীর নারাজীর আবেদনের কারণে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য গত ৭ ডিসেম্বর’১৪ তারিখে সিআইডির পুলিশ পরিদর্শক সরদার মোঃ হায়াত আলীর উপর ন্যস্ত করেন। সিআইডি কর্মকর্তা ঐ সময় সাংবাদিকদের ধারণকৃত ছবি সংগ্রহ, জখমীদের ডাক্তারী সনদপত্র পর্যালোচনা, জখমী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠণ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন