বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

পাইকগাছায় ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে লাখ টাকার ক্ষতিসাধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা উপেক্ষা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা, মারপিট, শ্লীলতাহানী ও ভাংচুর করে লাখ টাকার ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক আমিনুর বাদী হয়ে প্রতিপক্ষ মিজানুর গংদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে আমিনুর রহমান (৪০) বাড়ীর পাশে চেচুঁয়া মৌজায় সিএস ১৯, এসএ ৯২ খতিয়ানে ১ ও ২নং দাগে খরিদ সূত্রে মালিকানা সম্পত্তির উপর অটো রাইস মিল স্থাপন করে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে।
উক্ত সম্পত্তি নিয়ে প্রতিবেশী মিজানুর রহমান গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইতোপূর্বে আমিনুর প্রতিপক্ষদের বিরুদ্ধে সহকারী জর্জ আদালত পাইকগাছায় দেওয়ানী ১৩৩/১৫ নং মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলমান থাকার পর বিজ্ঞ আদালত গত ২৪/৫/২০১৬ তারিখ উক্ত নালিশী সম্পত্তিতে আসামীদের প্রবেশ বারিত: করে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে প্রতিপক্ষরা আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে গত ৩০ মে রাইস মিলে হামলা চালিয়ে আমিনুর ও তার পরিবারের উপর মারপিট শুরু করে। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমিনুরের স্ত্রী নাজমা বেগম (৩৫) কে শ্লীতাহানী ঘটায় ও মিলের চাতালে থাকা ধান তছনছ এবং মিলের চাতাল খুঁড়ে লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় আমিনুর রহমান বাদী হয়ে গত বুধবার প্রতিপক্ষ মিজানুর রহমান, বাবলু গাজী, পরিভীন আক্তার, রাজ্জাক গাজী, নকি খাতুন ও অরুনা বেগম সহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেছে। যার নং- ১। এ ব্যাপারে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি (ভারপ্রাপ্ত) জহুরুল আলম জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন