
#পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, দিবাকর বিশ্বাস, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জিএম মিজানুর রহমান, সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, সাংবাদিক আব্দুল আজিজ, পুলিশিং ফোরামের সম্পাদক দাউদ শরীফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সভায় ঈদকে সামনে রেখে যানযট নিরসন ও এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন