বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

পাইকগাছায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বিশেষ সেবা প্রদান কর্মসূচী পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস- ২০১৬ উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে বিশেষ সেবা প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে বিভিন্ন দপ্তরে আগত সাধারণ মানুষকে দিনভোর বিশেষ সেবা পরামর্শ প্রদান করা হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে গবাদি পশু, হাঁস-মুরগির টিকা, প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস  চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন,

মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, শিক্ষক সুকুমার বিশ্বাস, প্রাণী সম্পদ দপ্তরের কামরুল আবেদীন, কেএম তৈয়্যাব আলী, সুবোধ রায়, পরিমল কুমার কবিরাজ ও ফসিয়ার রহমান। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ কৃষক প্রশিক্ষণ কর্মসূচী। প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইনুল ইসলাম ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাটি পানি পরীক্ষা সহ মৎস্য চাষীদের বিশেষ পরামর্শ প্রদান করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও সুভাষ মন্ডল। উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের উদ্যোগে আনসার ভিডিপি’র সদস্য ও সদস্যাদের আনসার ভিডিপি’র কার্যক্রম ও  সেবা সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, প্রশিক্ষক জাহানারা বেগম, আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, বজলুর রহমান, জিএম মিজানুর রহমান, বাবুল আখতার, রবিউল ইসলাম, কৃষ্ণা চক্রবর্তী, ইয়াসমিন নাহার, শাহানাজ আক্তার অন্তরা, হিমা সানা, হাজিরা খাতুন, কেয়া মন্ডল, রাসেল গাজী, সোহাগ গাজী। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা, পরামর্শ ও বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্লিপ ষ্টেক হোল্ডার প্রশিক্ষণ (বিদ্যালয় উন্নয়ন ভিত্তিক) আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার বৃন্দ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে কাবিখা ও টি আর প্রকল্পের অর্থ ছাড়, ঘূর্ণিঝড়ে বাড়ীঘর বিধস্তদের এবং ভিজিএফ উপকার ভোগীদের তালিকা প্রনয়ন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, গহর আলী সরদার, সাইফুর রহমান, সাইফুল ইসলাম, শেখ জাকির হোসেন লিটন ও সুজয় মিস্ত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন