বুধবার, ১৫ জুন, ২০১৬

পাইকগাছায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামী গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় সাঁড়াশি অভিযানে থানা পুলিশ বিভিন্ন মামলার ১৬ আসামীকে গ্রেফতার করেছে। ওসি আশরাফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০ আসামীকে এবং সোমবার দিবাগত রাতে ৬ আসামী সহ ১৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, হরিঢালী গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে মেহেদী হাসান, বিরাশি গ্রামের বাবর আলী সরদারের
ছেলে সোহেল সরদার, আলমতলা গ্রামের বাবর আলী জমাদ্দারের ছেলে অলিয়ার জমাদ্দার, হাবিব নগর গ্রামের সুলতান গাজীর ছেলে গফুর গাজী, রেজাকপুর গ্রামের শেখ মুনতাজ আলীর ছেলে শেখ আব্দুল আলিম, মালথ গ্রামের পীর আলী গাজীর ছেলে রুবেল গাজী, সিলেমানপুর গ্রামের শওকত মোল্লার ছেলে আলফাজ মোল্লা, দেবদুয়ার গ্রামের মৃত জনাব গাজীর ছেলে কাদের গাজী, রামনগর গ্রামের নুরুল মোড়লের ছেলে আতিয়ার রহমান, সমীর মন্ডলের ছেলে তরুণ মন্ডল, রামনাথপুর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে গফ্ফার গাজী, শ্রীকণ্ঠপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে বদরউদ্দীন শেখ, পাইকগাছা গ্রামের আবুবক্কর গাজীর ছেলে শফিকুল ইসলাম, গোপালপুর গ্রামের শাহজুদ্দীন সরদারের ছেলে ছাব্বির সরদার, গদাইপুর গ্রামের মৃত হোসেন সানার ছেলে আলতাব সানা ও হরিঢালী গ্রামের জমির গাজী। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন