বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কারের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত ১৩ কিলোমিটার প্রধান সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরোপয়েন্টে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে
বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, ইমদাদুল হক ও কৃষ্ণ রায়, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, বাস মালিক সমিতির শেখ জাহিদুল ইসলাম, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের শেখ মিথুন মধু, শ্রমিক নেতা আব্দুল জব্বার বাবলু, দিপঙ্কর মন্ডল ও ইদ্রিস আলী। মানববন্ধনে বক্তরা ঈদের আগেই কপিলমুনি-পাইকগাছা সড়ক সংস্কারের দাবী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন