বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্যসেবা মান উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছা উপজেলা স্বাস্থ্যসেবা মান উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,
আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, মেডিকেল অফিসার  ডাঃসাফিকুল ইসলাম শিকদার, ডাঃ পার্থ প্রতীম দেবনাথ, ডাঃ মশিউর রহমান মুকুল, ডাঃ মিঠুন দেবনাথ, ডাঃ শর্মীষ্ঠা সাহা, ডাঃ আহসানারা আহমেদ বিনতে ময়না, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, যুবলীগনেতা শেখ সেলিম, পবিত্র মন্ডল, সিনিয়র ষ্টাফ নার্স হামিদা বেগম, কালি রানী ও ক্যাশিয়ার নার্গিস বানু। সভায় কপিলমুনি হাসপাতাল ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত করণ, অপারেশন থিয়েটারের জন্য জেনারেটর ব্যবস্থা, নতুন এ্যাম্বুলেন্স ও ৫০ শয্যা হাসপাতালে অনুকূলে জনবল বৃদ্ধির উপর প্রশাসনিক অনুমোদন সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন