সোমবার, ১৩ জুন, ২০১৬

‎পাইকগাছায়‬ পুলিশের সাড়াশি অভিযানে ৪ জামায়াত নেতা সহ আটক- ১৫

‪#‎পাইকগাছা‬ প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ গত দু’দিন সাড়াশি অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৪ নেতাকর্মী সহ ১৫ ব্যক্তিকে আটক করেছে। আটক অন্যান্য আসামীরা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। শনি ও মের আব্দুল কাদের সানার ছেলে শামসুর রহমান (৩৩), সরল গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে মহিউদ্দীন গাজী। অন্যান্য আসামীরা হলেন, নোয়াকাটি গ্রামের মৃত সোবহান সরদারের ছেলে আকাম আলী সরদার, মৃত আফসার সরদারের ছেলে গফ্ফার সরদার, সোনাতনকাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম, সিলেমানপুর গ্রামের খায়ের মোল্লার ছেলে সাদেক মোল্লা, মৃত সোনা গাজীর ছেলে হাফিজুর গাজী সহ ১১ আসামী। গ্রেফতার কৃত আসামীদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আশরাফ হোসেন নিউজ অফ পাইকগাছাকে জানিয়েছেন।
রোববার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জামায়াত নেতা খড়িয়া গ্রামের আলহাজ্ব মোনতাজ আলী সানার ছেলে আনোয়ার হোসেন (৫০), মৃত সৈয়দ আলী গাজীর ছেলে রুহুল আমিন (৬৩), আলমতলা গ্রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন