বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় আ’লীগ নেতার ছেলে ও দিন মজুরের মেয়ে কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। গত ১ সপ্তাহেও তাদের দু’জনের কোন খোঁজ মেলেনি। ছেলে-মেয়ে নিখোঁজের ঘটনায় দুই পরিবার একে অপরকে দোষারোপ করছে। আবার অনেকেই বলছেন, প্রেমজ সম্পর্কের সূত্র ধরে তারা দু’জনই অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারে। এদিকে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কপিলমুনি প্রেসক্লাবে লিখিত আবেদন করেছেন কলেজ ছাত্রীর মা।
পাইকগাছায় আ’লীগ নেতার ছেলে ও দিন মজুরের মেয়ে কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। গত ১ সপ্তাহেও তাদের দু’জনের কোন খোঁজ মেলেনি। ছেলে-মেয়ে নিখোঁজের ঘটনায় দুই পরিবার একে অপরকে দোষারোপ করছে। আবার অনেকেই বলছেন, প্রেমজ সম্পর্কের সূত্র ধরে তারা দু’জনই অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারে। এদিকে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কপিলমুনি প্রেসক্লাবে লিখিত আবেদন করেছেন কলেজ ছাত্রীর মা।
প্রাপ্ত অভিযোগ ও সরেজমিন গেলে, উপজেলার কাজী মুছা গ্রামের কলেজ ছাত্রীর মা জানান, আমরা অত্যান্ত গরীব মানুষ, অনেক কষ্ট করে একমাত্র মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। সে উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার দিন গত ৬ আগস্ট দুপুর ১২টার পর থেকে আমার মেয়েকে খুজে পাচ্ছিলাম না। এরপরের দিন সন্ধ্যায় হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শেখ বেনজির আহম্মেদ বাচ্চুর স্ত্রী আমাদের বাড়ীতে এসে হুমকি দেয়। তিনি বলেন, তোমার মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। রাতের মধ্যে ছেলে তৌহশিককে ফেরৎ না দিলে তোমাদের বিরুদ্ধে গুম মামলা করা হবে। কলেজ ছাত্রীর এ মা কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রতিপক্ষ আ’লীগনেতার ছেলে ফুসলিয়ে আমার অপ্রাপ্ত বয়স্ক, সহজ-সরল মেয়েকে নিয়ে পালিয়েছে। অথচ তারা প্রভাবশালী হওয়ায় আমাদেরকে হুমকি দিয়ে চাঁপের মধ্যে রেখেছে যাতে আমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে না পারি। প্রতিপক্ষদের ভয়ে আমরা প্রতিটি সময় আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী পরের লীজ ঘেরে দিন মজুর হিসাবে কাজ করে থাকে। আমাদের কোন টাকা পয়সা না থাকায় মেয়েকে উদ্ধারের ব্যাপারে আইনের আশ্রয় নিতে পারছি না। পাশাপাশি প্রতিপক্ষ আ’লীগ নেতার স্ত্রী হুমকি দেওয়ায় বিভিন্ন হয়রানী মূলক মামলার ভয়ে আতঙ্কেও রয়েছি। তিনি তার একমাত্র মেয়েকে ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আশুহস্তক্ষেপ কামনা করেন। ঘটনার পর হতে এ নিয়ে এলাকায় চলছে নানান জল্পনা-কল্পনা। এ ব্যাপারে আ’লীগনেতা শেখ বেনজির আহম্মেদ বাচ্চুর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি কিংবা তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ধরণের ঘটনায় দু’পরিবারের কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন