বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

পাইকগাছায় ৮৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় অভ্যন্তরীন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় উপজেলার ৮৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহম্মেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন