বিশেষ প্রতিনিধি ॥
আমি আবার স্কুলে ফিরতে চাই, বাঁচতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই, কিন্তু আমি কি পারব আবার স্কুলে ফিরতে? অনেকের কাছে শুনেছি ক্যান্সার হলে নাকি মানুষ বাঁচে না। তাহলে আমিও কি বাঁচবো না। এমন মর্মস্পশী ভাষাতে সবার কাছে বাঁচবার আকুতি জানাচ্ছে পাইকগাছার ৯ম শ্রেণীর মেধাবী শিশু ছাত্রী নওশীন আক্তার তিশা। পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিশা গত ১ মাস মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তার হতদরিদ্র পিতা রেজাউল করিম বলছেন মেয়েটাকে বাচাবো কি করে? আমার সারা জবিনের সঞ্চয় যা কিছু ছিল সবই মেয়ের চিকিৎসায় খরচ করে ফেলেছি। আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে কিছুটা চিকিৎসা চালিয়েছি। আর কোন সহযোগিতা পাচ্ছি না। তাহলে কি টাকার অভাবে আমার ছোট্র মেয়েটিকে বাঁচাতে পারবো না। পিতা রেজাউল করিম আরো বলেন তিশা দুরারোগ্য ব্লাড ক্যান্সার (লিওকোমিয়া) রোগে আক্রান্ত। তার কেমোথেরাপিসহ সুচিকিৎসার জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থের। আমার একার পক্ষে সম্ভব নয় চিকিৎসার এই ব্যয়ভার গ্রহণ করা। নিরূপায় হয়ে তাই দ্বারস্থ হয়েছি সাংবাদিকসহ সাধারণ মানুষের কাছে। আপনারা আমার মেয়ে তিশার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার মেয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া মেধাবী ছাত্রী। সে আরো পড়তে চাই। চিকিৎসকের ভাষ্যমতে প্রাথমিক পর্যায়ে থাকায় সুচিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। তিশাকে সাহায্য পাঠাতে পারেন-কানিজ ফাতিমা রুম্পা (তিশার বড় বোন) ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখার হিসাব নং-২৯৩৭৮। যোগাযোগের ঠিকানা-০১৭৪২-০৪৮৯২৮।
আমি আবার স্কুলে ফিরতে চাই, বাঁচতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই, কিন্তু আমি কি পারব আবার স্কুলে ফিরতে? অনেকের কাছে শুনেছি ক্যান্সার হলে নাকি মানুষ বাঁচে না। তাহলে আমিও কি বাঁচবো না। এমন মর্মস্পশী ভাষাতে সবার কাছে বাঁচবার আকুতি জানাচ্ছে পাইকগাছার ৯ম শ্রেণীর মেধাবী শিশু ছাত্রী নওশীন আক্তার তিশা। পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিশা গত ১ মাস মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তার হতদরিদ্র পিতা রেজাউল করিম বলছেন মেয়েটাকে বাচাবো কি করে? আমার সারা জবিনের সঞ্চয় যা কিছু ছিল সবই মেয়ের চিকিৎসায় খরচ করে ফেলেছি। আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে কিছুটা চিকিৎসা চালিয়েছি। আর কোন সহযোগিতা পাচ্ছি না। তাহলে কি টাকার অভাবে আমার ছোট্র মেয়েটিকে বাঁচাতে পারবো না। পিতা রেজাউল করিম আরো বলেন তিশা দুরারোগ্য ব্লাড ক্যান্সার (লিওকোমিয়া) রোগে আক্রান্ত। তার কেমোথেরাপিসহ সুচিকিৎসার জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থের। আমার একার পক্ষে সম্ভব নয় চিকিৎসার এই ব্যয়ভার গ্রহণ করা। নিরূপায় হয়ে তাই দ্বারস্থ হয়েছি সাংবাদিকসহ সাধারণ মানুষের কাছে। আপনারা আমার মেয়ে তিশার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার মেয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া মেধাবী ছাত্রী। সে আরো পড়তে চাই। চিকিৎসকের ভাষ্যমতে প্রাথমিক পর্যায়ে থাকায় সুচিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। তিশাকে সাহায্য পাঠাতে পারেন-কানিজ ফাতিমা রুম্পা (তিশার বড় বোন) ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখার হিসাব নং-২৯৩৭৮। যোগাযোগের ঠিকানা-০১৭৪২-০৪৮৯২৮।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন