রবিবার, ৬ আগস্ট, ২০১৭

পাইকগাছায় ছাত্রলীগের প্রস্তুতি সভা

পাইকগাছা প্রতিনিধি॥
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা ও পৌর ছাত্রলীগের এক প্রস্তুতি সভা রোববার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর পরিচালননায় বক্তব্য রাখেন- যুবস্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আসিফ ইকবল রনি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাফেজ উদ্দীন, কলেজ ছাত্রলীগের সভপতি মনোজ মন্ডল, সাধারণ সম্পাদক রমজান সরদারসহ আরো অনেকে। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে যৌথভাবে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন