সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

পাইকগাছায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মাঙ্গলিক শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার সকালে সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় জন্মাষ্টমী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, এমপি পুত্র ও যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল, সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, যুগোল কিশোর দে, মুরারী মোহন সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক বি সরকার, øেহেন্দু বিকাশ, জগদীশ চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় সরদার, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, দেবব্রত রায়, রবীন্দ্রনাথ কর্মকার, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, বাবু রাম মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, উত্তম দাশ, আসিফ ইকবাল রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিয়ার রহমান, স্বপন চক্রবর্তী ও রণজিৎ কুমার আচার্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মাঙ্গলিক শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন