শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

পাইকগাছায় চাকু সহ দুই যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় থানা পুলিশ চাকু সহ দুই যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বৃহস্পতিবার রাতে এসআই মোমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের সরল দীঘির পূর্ব পাশের ঘাট এলাকা থেকে ৫নং ওয়ার্ডের রবিউল মিস্ত্রীর ছেলে ইমন মিস্ত্রী (২০) সহ দুই যুবককে চাকু সহ হাতেনাতে আটক করে। এ সময় অন্যান্য কয়েকজন যুবক পালিয়ে যায়। এ ঘটনায় আটক দুই যুবক সহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। যার নং- ২৭, তাং- ১৮/০৮/১৭ ইং।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন