শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ক্যান্সারে আক্রান্ত নাজেমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র নাজেম গাজী (৩৫) বাঁচার আকুতি জানিয়ে চিকিৎসার জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাজেম পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মান্দু গাজীর ছেলে। হতদরিদ্র নাজেমের কোন জায়গা-জমি না থাকায় পরিবার-পরিজন নিয়ে পৌর এলাকার ওয়াপদার ধারে বস্তিতে বসবাস করে আসছেন। গত দেড় মাস আগে নাজেমের শরীরে ক্যান্সার ধরা পড়ে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা শেষে তাকে ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। উন্নত এ চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন, যা হতদরিদ্র নাজেমের পক্ষ থেকে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট ০১৯২১-৭৭৩৮০১ (পার্সোনাল) বিকাশ নম্বরে সাহায্যের আবেদন জানিয়েছেন নাজেম ও তার পরিবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন