সোমবার, ৭ আগস্ট, ২০১৭

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশহিসাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের সভাপতি ও রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, রণজিৎ দাশ, ফারুক হোসেন, পলাশ দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ মোড়ল, সহকারী শিক্ষক মোস্তফা গোলদার, শিক্ষার্থী আল-কাদির ও ঐশি রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন