শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

পাইকগাছা পৌরসভার আরসিসি রাস্তার গাইডওয়াল নিম্নমানের ইট, বালি, খোয়া ব্যবহারের অভিযোগ : স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভায় ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন আরসিসি ঢালাই রাস্তার গাইডওয়াল অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পৌর প্রকৌশলী তথ্য গোপনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ জনবহুল এলাকা বাগদা চিংড়ি বিপণন মার্কেট সংলগ্ন স্থানে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১৩ লাখ টাকা ব্যয়ে দু’দফায় আরসিসি ঢালাই রাস্তার ইটের গাইডওয়ালের কাজ করছেন। স্থানীয় বাসিন্দা এ্যাডঃ আমিনুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম ও শেখ রাজু আহমেদ সহ এলাকাবাসী অভিযোগ করেছেন গাইডওয়ালের রাস্তায় অত্যন্ত নিম্নমানের ইট, বালি, সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় তারা শুক্রবার নির্মাণ কাজ বন্ধ করে দেন। স্থানীয় কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যম কর্মীদের সাথে এ কথা স্বীকার করেন। এরপরও শনিবার অজানা কারণে আবারো নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌছালে স্থানীয়দের তোপের মুখে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে পৌর প্রকৌশলী নুর আহম্মেদের মোবাইলে জানতে চাইলে তিনি কর্মস্থলে নতুন যোগদানের কথা জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্যাদি গোপন করার চেষ্টা করেন। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার বলেন, নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠায় কাউন্সিলররা কাজ বন্ধ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন