শুক্রবার, ১০ জুন, ২০১৬

পাইকগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

বিজ্ঞপ্তি।। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, চট্রগ্রামের পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা খানম নিতু, পাবনার হেমায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা এবং খুলনার ফুলতলায় রাধা গোবিন্দ মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ
খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনার পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা কেন্দ্রীয় (বাতিখালী হরিতলা) মন্দির প্রাঙ্গনে ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, সোলাদানা ইউনিয়ন সভাপতি পঞ্চানন সানা, শংকর দেবনাথ, অসীম দাশ, বিমল কৃষ্ণ পাল, গৌতম মন্ডল, অখিল মন্ডল, সাংবাদিক প্রমথ সানা ও বি সরকার, অনাথ বন্ধু সরদার, হেমেশ চন্দ্র মন্ডল, কৌস্তভ রঞ্জন সানা, সুভাষ মন্ডল, বাবুরাম মন্ডল, সুজন বৈরাগী, প্রণব কুমার সরদার। সভায় বক্তারা অবিলম্বে দোষিদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন