বুধবার, ১ জুন, ২০১৬

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবীতে পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ক্যাম্পাস প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয় করণের দাবীতে প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যময়ের দেশে রুপান্তরিত করার লক্ষে দক্ষ, যোগ্য ও সৎ মানব সম্পদ সৃষ্টি করতে বিক্ষিপ্তভাবে স্কুল- কলেজ জাতীয়করণ বন্ধ করে আগামী ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ, মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের পূর্বে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের অনুরূপ বেসরকারি শিক্ষক- শিক্ষাকর্মীদের স্কেল অনুসারে বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পাহাড়ী অঞ্চলের শিক্ষক-শিক্ষাকর্মীদের পাহাড়ী ভাতা, প্রধান শিক্ষকদের প্রাপ্য স্কেল, সৃষ্ট পদে নিয়োগ প্রাপ্তদের এমপিও-ভুক্তি, ৬০ বছর পর ৬৫ বছর পর্যন্ত কলেজ শিক্ষকদের অনুরূপ স্কুল শিক্ষকদের চাকুরির মেয়াদ বৃদ্ধি অনুমোদন, চাকুরি নিরাপত্তা আইন প্রনয়ন, জাতীয় রাজস্ব বাজেট থেকে
বিশেষ আর্থিক বরাদ্দ প্রদান পূর্বক অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্য অর্থ অবসরে যাওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের আবেদনপত্র দাখিলের ২/৩ মাসের মধ্যে পরিশোধ করা সহ বিভিন্ন দাবীতে মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ দুপুরে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বরাবর স্মারকলিপি প্রদান এবং এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী নাহিদ হাসান বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়দেব রায়, সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি হায়দার আলী পাড়, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার, সুকল্যাণ রায়, মুজিবর রহমান, গনেশ ভট্টাচার্য, শেখ আব্দুর রহমান, রমেন্দ্রনাথ মন্ডল ও আব্দুস সবুর সহ শতাধিক শিক্ষক মন্ডলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন