
পাইকগাছায় প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাতে পৌরসভার অধিকাংশ সড়কবাতি বিকল হয়ে পড়েছে। ফলে রাতে ভুতড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে পৌর এলাকায়। উল্লেখ্য গত কয়েকদিন আগে এলাকায় অতিতের যে কোন সময়ের চেয়ে রের্কড পরিমাণ বজ্রপাত হয়। আর উপর্যপরী এ বজ্রপাতে অসংখ্য মানুষ হতাহত সহ
পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তার সানা ও জমির গাজীর বাড়ির সামনে, ২নং ওয়ার্ডের গোপালপুর জামে মসজিদের সামনে, ৩নং ওয়ার্ডের রব সরদার, সাংবাদিক আজিজ ও ইব্রাহিম সরদারের বাড়ীর সামনে, ৪নং ওয়ার্ডের বিশ্বনাথ রাইচ মিল ও বাসষ্ট্যান্ড তেলের দোকানের সামনে, ৬নং ওয়ার্ডের মিরাজুল ইসলামের বাড়ীর সামনে সহ বিভিন্ন ওয়ার্ডে কমপক্ষে ২০টি স্থানের সড়কবাতি বিকল হয়ে পড়ে। ফলে পবিত্র রমজান মাসে রাতের তারাবি ও সেহরী ও ফজরের সময় এলাকাবাসীর চলাচল মারাত্মক বিঘিœত হচ্ছে। এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, এ পর্যন্ত ১১টি স্থানে সড়তবাতি বিকল হয়ে পড়েছে এমন অভিযোগ পেয়েছি এবং অভিযোগ পাওয়ার সাথে সাথেই বিকল হওয়া বাল্ব গুলো স্বচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন