শুক্রবার, ১ জুলাই, ২০১৬

পাইকগাছায় ঈদকে সামনে রেখে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় ঈদকে সামনে রেখে বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান গুলোতে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনে সুন্দরবন মার্কেট কাপড় পট্টিতে কমপক্ষে ৫ মহিলা পকেটমারদের কবলে পড়েছেন বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে ঈদের শেষ মূহুর্তে ভীড় যতই বাড়ছে ততই ছিনতাইয়ের আশংকা করছেন সাধারণ ক্রেতারা। পৌর সদরের সর্ববৃহৎ কাপড় পট্টি সুন্দরবন মার্কেটের
বিসমিল্লাহ বস্ত্রসম্ভারের মালিক শফিয়ার রহমান জানান, ঈদকে সামনে রেখে মহিলা পকেটমারদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার ৩ জন এবং বুধবার ২ জন মহিলা পকেটমারদের কবলে পড়েন। এ সময় পকেটমাররা মহিলাদের সাইড ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিবিগ্নে পালিয়ে যায়। ব্যবসায়ী উত্তম দেবনাথ জানান, বোরখা পরা ৩/৪ জন মহিলা একসাথে হয়ে দোকানে ভীড় করে। এ সময় ভীড়ের মাঝে মহিলা পকেটমারদের কবলে পড়ছেন সাধারণ মহিলা ক্রেতারা। পকেটমাররা ক্রেতাদের সাইড ব্যাগে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিবিগ্নে পালিয়ে যায়। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, ঈদকে কেন্দ্র করে পৌর সদর সহ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট সমূহে সাধারণ মানুষ যাতে নিবিগ্নে ঈদের কেনাকাটা করতে পারে এ জন্য মার্কেট সমূহে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের আগেরদিন গভীর রাত পর্যন্ত নিরাপত্তা এ ব্যবস্থা বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন